ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ৭ নং তাল শহর পূর্ব ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ যুক্তরাজ্য ইলিং সাউথ হলের সংসদীয় আসনের চেয়ারম্যান ও জাতীয়তাবাদী কৃষক দল যুক্তরাজ্য শাখার সদস্য সচিব শাহ মোঃ ইব্রাহিম মিয়া সংবর্ধনা দেয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার ২৫ শে ফেব্রুয়ারি বিকাল মোহনপুর বাজার ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধিত অতিথির বক্তব্যে ইব্রাহিম মিয়া বলেন আওয়ামী স্বৈরাচারী সরকার পরিকল্পিতভাবে প্রবাসে থাকা বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়েছিলো। তারা দেশেকে পরিকল্পিতভাবে ধ্বংস করতে কাজ করেছে। এখন দেশ পুনর্গঠনে তারেক রহমানের ৩১ দফার আলোকে আমাদের এগিয়ে যেতে হবে। দেশ ও জাতিকে বাঁচাতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।
সংবর্ধন অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৭ নং তাল শহর পূর্ব ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাজী মোহাম্মদ আইনুল হকের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য ইলিং সাউথ হলের সংসদীয় আসনের চেয়ারম্যান ও জাতীয়তাবাদী কৃষক দল যুক্তরাজ্য শাখার সদস্য সচিব শাহ মোঃ ইব্রাহিম মিয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের পল্লী বিষয়ক সহ-সম্পাদক ও ৭ নং তালশহর পূর্ব ইউনিয়ন বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আব্দুর রউফের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও ৭ নং তালশহর পূর্ব ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসেন, বুধল ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল রাকিব,৭ নং তালশহর পূর্ব ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মোঃ ইসহাক মিয়া, ৭ নং তালশহর পর্ব ইউনিয়ন বিএনপি’র অন্যতম নেতা মানিক রাজ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের জাতীয়তাবাদের আদর্শকে বুকে ধারণ করে বিএনপি ও যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির রাজনীতিতে যুক্ত আছেন। প্রবাসে থেকেও তিনি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জনগণের উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন।