ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামে ধামাউড়া আত-তাওহীদি যুব সংগঠনের আয়োজিত ফ্রিজ-টিভি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল ৪ ঘটিকায় ধামাউড়া পূর্ব-দক্ষিণ পাড়া খেলার মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলা উদ্ভোধন ও পুরস্কার বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামী আমীর ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর দলীয় মনোনয়ন এমপি পদপ্রার্থী মাওলানা মোবারক হোসাইন । দর্শক সারিতে বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক কামাল হোসেন, সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নুরুজ্জামান জাবেদ, ইউনিয়ন বিএনপি নেতা নোমান মিয়া, অরুয়াইল ইউপির চেয়ারম্যান মোশারফ হোসেন ভূইয়া, অরুয়াল ইউপির ৭ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ইসমাইল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তীব্র প্রতিদ্বন্দীতাপূর্ণ ফাইনাল খেলায় অরুয়াইল ইউনিয়ন এর পশ্চিমপাড়া ফুটবল একাদশ চকবাজার ফুটবল একাদশ কে টাইব্রেকার পরাজিত করে ৪/৩ ব্যবধানে চ্যাম্পিয়ন হয়।চ্যাম্পিয়ন দলকে ১টি ওয়ালটন ফ্রিজ এবং রানার্স আপ দলকে ১টি ৩২ “ এল ই ডি টেলিভিশন পুরষ্কার হিসেবে তুলে দেন অতিথিবৃন্দ।
পুরষ্কার বিতরনী অনুষ্ঠান ও ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি বলেন মাদক ও নেশা মুক্ত সমাজ গঠনে খেলাধূলার বিকল্প নেই।বিশেষ করে ফুটবল বাংলাদেশের খুবই জনপ্রিয় খেলা। তিনি আগামীতে ধামাউড়াবাসিকে একটি সুন্দর খেলার মাঠ উপহারের প্রতিশ্রুতি দেন এবং সুন্দর একটি খেলার আয়োজন করায় ধামাউড়া গ্রামবাসিকে ধন্যবাদ জানান।
ব্রাহ্মণ/বার্তা/২৫

নিজস্ব সংবাদদাতা 























