বাংলাদেশ জাতীয়তাবাদি দল(বিএনপি) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ভিপি সিরাজুল ইসলাম সিরাজকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া।গতকাল রবিবার(১ জুন) বিকালে পৌর শহরের টিএরোডস্থ অবস্থিত তার বাসভবনে সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়েছে। এসময় সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নিয়াজ মো. খান বিটু, সহসভাপতি শামসুল আরেফিন, সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন বিপু, যুগ্ম সম্পাদক সোহেল আহাদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম আহাদ, সদস্য আবু আবদুল্লাহসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আলী আজম উপস্থিত ছিলেন।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এর কাছে সাংবাদিক ইউনিয়নের বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ ভিত্তিক লক্ষ্য ও উদ্দেশ্য সাংবাদিকদের দাবি দাওয়া আদায়ের লক্ষ্যসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং ভবিষ্যতে সাংবাদিক ও রাজনৈতিক অঙ্গনে যৌথভাবে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আপনাদের এই শুভেচ্ছা আমাদের প্রিয় নেতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সংগঠন বিএনপি নেতা কর্মীসহ ও আগামী দিনে দেশ ও দলের কাজ করার জন্য আমিও অনুপ্রাণিত হলাম। আমি চাই রাজনীতির পাশাপাশি সাংবাদিকরা সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলবে।
ব্রাহ্মণ/বার্তা/২৫