শিশু ধর্ষণ চেষ্টার অভিযুক্ত ইমরান মিয়া (১৬) বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামের মালু মিয়া ছেলে এবং শাহিন (১২) একই এলাকার নিজাম উদ্দিনের ছেলে। তারা দুজনই ভিকটিমের দূরসম্পর্কের মামা।
হাসপাতাল ও ঘটনাসূত্রে জানা যায়, রোববার রাতে ভিকটিম শিশু চকলেটের জন্য বাড়ির পাশ্ববর্তী এক দোকানে গেলে অভিযুক্ত ইমরান ও শাহিন মজা কিনে দেবার কথা বলে রাস্তা থেকে তুলে নিয়ে বাড়ির পাশের আলু খেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে ভিকটিম ভয়ে চুপচাপ বাড়িতে আসে৷ পরেরদিন দুপুরে পেটে প্রচন্ড ব্যথা হলে ভিকটিম শিশু তার মায়ের কাছে ঘটনাটি খুলে বললে তারা ভিকটিম শিশুটিকে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়৷ এখানে অবস্থা অবনতি হলে পরে তারা ভিকটিম শিশুটিকে সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনী বিভাগে ভর্তি করেন।
এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন জানান, একটি নাবালক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে৷ তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নিবো।