ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী এম এ হান্নানের পক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী একে এম একরামুজ্জামান (সুখন)। তিনি বিএনপির বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন একরামুজ্জামান সুখন। এ বিষয়ে তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
বৃহস্পতিবার ০৮ জানুয়ারি সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে একরামুজ্জামান সুখন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তিনি ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার উদ্দেশ্যে দাখিল করা তার মনোনয়ন প্রত্যাহার করছেন।
এদিকে একরামুজ্জামান সুখনের প্রার্থীতা প্রত্যাহারের খবরে নাসিরনগর রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং দলীয় ঐক্য আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন।
ব্রাহ্মণ/বার্তা২৬

নিজস্ব প্রতিবেদক 










