বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল প্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি নেতা-কর্মীদের নিয়ে ঢাকায় স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্টানে অংশগ্রহণ করেছেন। এই বহরের নেতৃত্ব দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
এর আগে সকাল থেকেই জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতা-কর্মীরা জমায়েত হতে থাকেন। ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো পরিবেশ। জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও আবেগ নিয়ে যাত্রায় অংশ নেন। তারা জানান, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশনায়ক তারেক রহমানের ফিরে আসা বিএনপির রাজনীতিতে নতুন গতি সৃষ্টি করবে।
নেতৃত্বে থাকা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “তারেক রহমান আমাদের আশা-ভরসার প্রতীক। তাঁর ফিরে আসা দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে বড় এক পদক্ষেপ। আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পক্ষ থেকে সর্বশক্তি নিয়ে এই ঐতিহাসিক আয়োজনে অংশ নিয়েছি।
এই যাত্রায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরাও অংশ নেন। দলীয় নেতারা মনে করছেন, তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দলের সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে এবং আন্দোলন-সংগ্রামে নতুন গতি আসবে।
ব্রাহ্মণ/বার্তা২৫

নিজস্ব প্রতিবেদক 

















