ঢাকা , বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জোটের মাঠে স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়বেন রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সভা অনুষ্টিত। ব্রাহ্মণবাড়িয়ায় মুন্সেফপাড়ায় প্রকাশ্যে গুলাগুলি কান্ডে গ্রেফতার ৮। বিজয়নগরে অবৈধ প্রবেশ ঠেকাতে সতর্কতা জোরদার-যৌথ বাহিনীর। তরী বাংলাদেশ এর আয়োজনে ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের নদ-নদী’ শীর্ষক আলোচনা সভা। ব্রাহ্মণবাড়িয়ায় তফসিলকে স্বাগত জানিয়ে জামায়াতের গণমিছিল। যেখানে পুলিশ আছে সেখানে অপরাধী থাকতে পারবে না:পুলিশ সুপার। মুফতি ফজলুল হক আমিনী রহ. ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত। কসবায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল।
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

জোটের মাঠে স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়বেন রুমিন ফারহানা।

Oplus_131072

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “আমি ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকেই নির্বাচন করব।” স্বতন্ত্র প্রার্থী হলে দলীয় শৃঙ্খলামূলক ব্যবস্থার প্রসঙ্গে তিনি বলেন, “দল যদি মনে করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তাহলে তারা ব্যবস্থা নেবে। সে ক্ষেত্রে আমার কিছু করার থাকবে না।”

তিনি আরও বলেন, বিএনপির মতো বড় রাজনৈতিক দলকে রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিতে হয়। জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে জোট থাকার কারণেই ওই আসনটি জোট শরিককে দেওয়া হয়েছে বলে তিনি মনে করেন।
এর আগে একই দিন দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে জোট প্রার্থী হিসেবে ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় বিএনপি মহাসচিব আরও জানান, জমিয়তে উলামায়ে ইসলামের যেসব আসনে প্রার্থী রয়েছে, সেসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। তিনি ভোটারদের খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করার আহ্বান জানান।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি বিএনপির একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এখানে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাতবার নির্বাচনে অংশ নিয়ে ছয়বার বিজয়ী হয়েছেন। বর্তমানে সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার একাংশ নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৫ লাখ।

 

ব্রাহ্মণ/বার্তা২৫

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জোটের মাঠে স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়বেন রুমিন ফারহানা।

জোটের মাঠে স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়বেন রুমিন ফারহানা।

আপডেট সময় ০২:৫২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “আমি ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকেই নির্বাচন করব।” স্বতন্ত্র প্রার্থী হলে দলীয় শৃঙ্খলামূলক ব্যবস্থার প্রসঙ্গে তিনি বলেন, “দল যদি মনে করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তাহলে তারা ব্যবস্থা নেবে। সে ক্ষেত্রে আমার কিছু করার থাকবে না।”

তিনি আরও বলেন, বিএনপির মতো বড় রাজনৈতিক দলকে রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিতে হয়। জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে জোট থাকার কারণেই ওই আসনটি জোট শরিককে দেওয়া হয়েছে বলে তিনি মনে করেন।
এর আগে একই দিন দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে জোট প্রার্থী হিসেবে ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় বিএনপি মহাসচিব আরও জানান, জমিয়তে উলামায়ে ইসলামের যেসব আসনে প্রার্থী রয়েছে, সেসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। তিনি ভোটারদের খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করার আহ্বান জানান।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি বিএনপির একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এখানে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাতবার নির্বাচনে অংশ নিয়ে ছয়বার বিজয়ী হয়েছেন। বর্তমানে সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার একাংশ নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৫ লাখ।

 

ব্রাহ্মণ/বার্তা২৫