ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার চরচারতলা এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে একটি পিকআপ ভ্যান আটক করে তল্লাশি চালানো হয়। এতে ৪৪ (চুয়াল্লিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে এক মাদক কারবারীকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি অনুযায়ী জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বর্তমান ঠিকানা সদর থানার পীর বাড়ী, জিল্লু মিয়ার বাসার ভাড়াটিয়া,
স্থায়ী ঠিকানা: নোয়াখালী জেলার সেনবাগ থানার খাজুরিয়া বড়বাড়ী,এলাকার মৃত আব্দুল সোবহানের ছেলে মো:দেলোয়ার হোসেন(২৬)
পুলিশ জানায়, আটকৃত আসামীর বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
ব্রাক্ষণ/বার্তা২৫

নিজস্ব প্রতিবেদক 


















