ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অংশ পরিদর্শনে এসে নিজেই যানজটে আটকা পড়েছেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফাওজুল কবির খান।
বুধবার (৮ অক্টোবর) সকালে তিনি রেলপথে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে পৌঁছান। পরে সড়কপথে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে তিনি আশুগঞ্জের হোটেল উজানভাটিতে যাত্রাবিরতি করেন। সেখান থেকে আবার যাত্রা শুরু করলে আশুগঞ্জের বাহাদুরপুর এলাকায় দীর্ঘ যানজটে আটকা পড়েন উপদেষ্টা।
এদিন সকাল থেকেই আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইল উপজেলার শাহবাজপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এই মহাসড়কের বর্তমান অবস্থা পরিদর্শনের জন্যই সেখানে যাচ্ছিলেন উপদেষ্টা।
হাইওয়ে পুলিশের দাবি, সড়কের এক পাশে মালামাল রেখে সংস্কার কাজ চলায় এবং খানাখন্দপূর্ণ রাস্তার কারণে যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। ফলে দীর্ঘ যানজট তৈরি হয়েছে।
এদিকে, স্থানীয় চালক ও যাত্রীরা জানান, দীর্ঘদিন ধরে এই অংশে সড়ক সংস্কার কাজ চললেও যথাযথ সমন্বয় না থাকায় নিয়মিতই যানজটের সৃষ্টি হচ্ছে।
ব্রাহ্মণ/বার্তা২৫














