দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত নেতা বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
রবিবার (২৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের, সভাপতি, এসএম জিলানী, ও সম্পাদক, রাজিব আহসান এ সিদ্ধান্ত নেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছিল
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্টদের আবেদনের ভিত্তিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হয়েছে।
উল্লেখ্য, পুনর্বহাল হওয়া নেতা ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সদর উপজেলার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ নুরুল আমিন।
ব্রাহ্মণ/বার্তা২৬

নিজস্ব প্রতিবেদক 












