মাত্র ১১ মাসে পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করে হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করেছে ১৩ বছর বয়সী ছাত্র আত্বহার আলী অভী। তার এই কৃতিত্বে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।হাফেজ আত্বহার আলী বিজয়নগর উপজেলার হরষপুর নিদারাবাদ তুলাপাড়া ওয়াহিদীয়া মাদ্রাসার ছাত্র।
হাফেজ আত্বহার আলী অভী বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চানপুর গ্রামের আতাউর রহমান আনিছের ছেলে। অল্প বয়সে ও স্বল্প সময়ে কুরআনের পূর্ণ হিফজ সম্পন্ন করায় তাকে ঘিরে এলাকায় ব্যাপক প্রশংসা চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আত্বহার আলী অভী ছোটবেলা থেকেই কুরআন শিক্ষায় মনোযোগী ছিল। তার একাগ্রতা, অধ্যবসায় এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনায় মাত্র ১১ মাসেই এই বিরল সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
এ উপলক্ষে পরিবার ও শুভানুধ্যায়ীরা মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন—আল্লাহ তায়ালা যেন তাকে হাফেজ ও আলেম হিসেবে কবুল করেন এবং দ্বীনের খেদমতে নিয়োজিত রাখেন।
এই সাফল্য নতুন প্রজন্মের জন্য কুরআন শিক্ষায় অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা।
ব্রাহ্মণ/বার্তা২৬

নিজস্ব প্রতিবেদক 














