ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) জেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়া এবং পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৪টি দোকান থেকে মোট ২৯৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে ৪টি মামলায় সংশ্লিষ্ট দোকানিদের বিরুদ্ধে মোট ২২ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শরীফুল ইসলাম। অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সদস্যরা এবং পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রাখিবুল হাসানসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় সূত্র জানায়, পরিবেশ রক্ষা ও আইন বাস্তবায়নের লক্ষ্যে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
ব্রাহ্মণ/বার্তা২৫

নিজস্ব প্রতিবেদক 














