ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার রোধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৪ দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি)জেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়া এবং পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সমন্বিত উদ্যোগে সদর উপজেলার সড়ক বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ৪টি দোকান থেকে মোট ৪১ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত ৪টি পৃথক মামলায় মোট ৩০ হাজার টাকা জরিমানা ধার্য করে তা তাৎক্ষণিকভাবে আদায় করেন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শরীফুল ইসলাম। অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। পাশাপাশি পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোঃ রাখিবুল হাসানসহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়, পরিবেশের ক্ষতি ও জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি ব্যবসায়ীদের পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে উৎসাহিত করা হবে।
ব্রাহ্মণ/বার্তা২৫

নিজস্ব প্রতিবেদক 













