ঢাকা , মঙ্গলবার, ০৬ জানুয়ারী ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেগম জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির বাতিঘর : আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া নির্বাচনে জনগণের আস্থাই শক্তি: কবীর আহমেদ ভূইয়া কসবায় খালেদা জিয়ার জন্য দোয়া ও ইউনিয়ন বিএনপি সভাপতির জানাজা। চিকিৎসাধীন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের হাজতীর মৃত্যু। ব্রাহ্মণবাড়িয়া ইন্ডিপেন্ডেন্ট স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর)আসনে ৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল। কৃষি জমির মাটি কাটার অভিযোগে বিজয়নগরে এসিল্যান্ডের গাড়িচালকের ছেলের ৭দিনের দন্ড। ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার দুই। ২১ বছরে বৈশাখী ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা অনুষ্টিত । ইঞ্জি: শ্যামলের রাজনীতির সঙ্গী ছেলে ইফরাদ মাহবুব।
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

বেগম জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির বাতিঘর : আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আখাউড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) বিকেলে আখাউড়া সড়ক বাজার ঢাকা হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কসবা–আখাউড়া আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত নেতা আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া।তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির বাতিঘর। তিনি শুধু বিএনপির নয়, সমগ্র দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম শক্তিশালী প্রতীক। দেশের রাজনীতির টার্নিং পয়েন্টগুলোতে তাঁর দৃঢ়, সাহসী ও সংগ্রামী ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি আরও বলেন, “দেশে যখনই গণতন্ত্র হুমকির মুখে পড়েছে, তখনই বেগম জিয়া নেতৃত্ব দিয়েছেন জনগণের অধিকার রক্ষার আন্দোলনে। তাঁর দৃঢ়তা, সহনশীলতা ও দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় আদর্শ হয়ে থাকবে। আমরা তাঁর আদর্শকে ধারণ করে একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ চালিয়ে যাব।

দোয়া মাহফিলটি সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আবদু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দীন সরকার তুহিন, আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূইয়া, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূইয়া, সাধারণ সম্পাদক আকতার খানসহ দলের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বেগম জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা, সৎ চরিত্র, মানবিকতা ও ত্যাগের মাধ্যমে তিনি নিজেকে জাতির একজন অভিভাবকে রূপান্তরিত করেছিলেন। আন্দোলন–সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে তাঁর বিচক্ষণ ভূমিকা ছিল অনন্য। বক্তারা তাঁর অবদানকে জাতীয় ইতিহাসের অমূল্য সম্পদ বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, তাঁর পরিবার, দেশ ও জাতির শান্তি–সমৃদ্ধি এবং বিএনপির ভবিষ্যৎ সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

আখাউড়া উপজেলা ও পৌরসভাজুড়ে বেগম জিয়ার স্মরণে আয়োজিত এ দোয়া মাহফিলকে কেন্দ্র করে শোক ও শ্রদ্ধার আবহ বিরাজ করে। স্থানীয় নেতারা জানান, ভবিষ্যতেও বেগম জিয়ার আদর্শ ও রাজনৈতিক চেতনা ধরে রাখতে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি গ্রহণ করা হবে।

 

ব্রাহ্মণ/বার্তা২৫

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

বেগম জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির বাতিঘর : আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া

বেগম জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির বাতিঘর : আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া

আপডেট সময় ০২:১৯:৩১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আখাউড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) বিকেলে আখাউড়া সড়ক বাজার ঢাকা হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কসবা–আখাউড়া আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত নেতা আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া।তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির বাতিঘর। তিনি শুধু বিএনপির নয়, সমগ্র দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম শক্তিশালী প্রতীক। দেশের রাজনীতির টার্নিং পয়েন্টগুলোতে তাঁর দৃঢ়, সাহসী ও সংগ্রামী ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি আরও বলেন, “দেশে যখনই গণতন্ত্র হুমকির মুখে পড়েছে, তখনই বেগম জিয়া নেতৃত্ব দিয়েছেন জনগণের অধিকার রক্ষার আন্দোলনে। তাঁর দৃঢ়তা, সহনশীলতা ও দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় আদর্শ হয়ে থাকবে। আমরা তাঁর আদর্শকে ধারণ করে একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ চালিয়ে যাব।

দোয়া মাহফিলটি সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আবদু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দীন সরকার তুহিন, আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূইয়া, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূইয়া, সাধারণ সম্পাদক আকতার খানসহ দলের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বেগম জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা, সৎ চরিত্র, মানবিকতা ও ত্যাগের মাধ্যমে তিনি নিজেকে জাতির একজন অভিভাবকে রূপান্তরিত করেছিলেন। আন্দোলন–সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে তাঁর বিচক্ষণ ভূমিকা ছিল অনন্য। বক্তারা তাঁর অবদানকে জাতীয় ইতিহাসের অমূল্য সম্পদ বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, তাঁর পরিবার, দেশ ও জাতির শান্তি–সমৃদ্ধি এবং বিএনপির ভবিষ্যৎ সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

আখাউড়া উপজেলা ও পৌরসভাজুড়ে বেগম জিয়ার স্মরণে আয়োজিত এ দোয়া মাহফিলকে কেন্দ্র করে শোক ও শ্রদ্ধার আবহ বিরাজ করে। স্থানীয় নেতারা জানান, ভবিষ্যতেও বেগম জিয়ার আদর্শ ও রাজনৈতিক চেতনা ধরে রাখতে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি গ্রহণ করা হবে।

 

ব্রাহ্মণ/বার্তা২৫