ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি কেন্দ্রীয় জামে মসজিদে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল এবং কুটি ইউনিয়ন বিএনপির সভাপতি মরহুম আব্দুল কুদ্দুস পারসেজারের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মা নামাজ শেষে আয়োজিত দোয়া মাহফিল ও জানাজায় হাজারো মানুষ আবেগঘন পরিবেশে অংশগ্রহণ করেন। এ সময় মুসল্লিদের উপস্থিতিতে মসজিদ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া।
এছাড়া উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, কসবা উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ফকর উদ্দিন খান, সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, কসবা পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ আইয়ুম খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিনসহ কসবা উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া ও জানাজা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া বলেন,“বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আমৃত্যু সংগ্রাম করে গেছেন। তিনি ছিলেন জাতীয়তাবাদী রাজনীতির সাহসী মুখ এবং নারী শিক্ষার অগ্রযাত্রার এক অদম্য কণ্ঠস্বর। বেগম জিয়ার মতো মহীয়সী নারী কয়েক শতাব্দীতে একবার জন্ম নেন।
তিনি আরও বলেন,“তার আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে পারলে বাংলাদেশে প্রকৃত জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হবে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে।”
এ সময় বিএনপি নেতৃবৃন্দ মরহুম আব্দুল কুদ্দুস পারসেজারের রাজনৈতিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন। তারা বলেন, পারসেজার সাহেব দীর্ঘদিন ধরে কুটি ইউনিয়নে বিএনপির সাংগঠনিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং স্থানীয় পর্যায়ে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে তিনি ছিলেন নিবেদিতপ্রাণ একজন সংগঠক।
স্থানীয় নেতারা জানান, তার মৃত্যুতে কসবা উপজেলা বিএনপি একজন পরীক্ষিত ও ত্যাগী নেতাকে হারালো, যা দলীয় রাজনীতিতে অপূরণীয় ক্ষতি।
ব্রাহ্মণ/বার্তা২৬

নিজস্ব প্রতিবেদক 










