ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অবৈধভাবে রাতের আঁধারে কৃষি জমির মাটির কাটার অভিযোগে দুইজনকে ৭দিন করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
শনিবার রাত ১১টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবুর রহমান এই কারাদণ্ড দেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর এলাকার ফয়সাল আহমেদ (২৩) ও একই ইউনিয়নের হৃদয় মিয়া (২১)। তাদের মধ্যে ফয়সালের বাবা আবু হানিফ বর্তমানে আউটসোর্সিং এর ভিত্তিতে নিয়োগ পাওয়া উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) নাহিদ ফাতেমার গাড়ি চালক।
গত ১৮ডিসেম্বর গুচ্ছগ্রাম সরকারি আবাস্থলের বাসিন্দারা রাতের আধারে কৃষিজমির মাটির কাটার বিষয়ে জেলা প্রশাসক ও জেলা পরিবেশ অধিদপ্তরের কাছে লিখিত অভিযোগ দেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, মির্জাপুরের কাইয়ুম মিয়া, মুন্না, বাবুল মিয়া, গুচ্ছগ্রামের সরকারি আবাস্থলের সভাপতি সাঈদ মিয়া ও স্থানীয় আনিছ মিয়া অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছেন। তারা গুচ্ছগ্রামের উত্তরপাশে কৃষি জমি থেকে মাটি আনা-নেওয়ার জন্য সরকারি গাছ কেটে নিজ টাকা খরচে সড়ক নির্মাণ করেছেন। গত ১০-১৫দিন ধরে তারা মাটি কেটে নিয়ে যাচ্ছেন। এতে প্রতিনিয়ত রাস্তার ধুলোবালিতে এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং ট্রাক্টরের শব্দে গুচ্ছগ্রামের শিশুসহ দিনমজুর মানুষদের ঘরে থাকতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে ১০৭ ধারার একটি মামলা চলমান রয়েছে।
উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার গুচ্ছগ্রাম আশ্রয়ন প্রকল্পের পাশের কৃষিজমি থেকে গত কয়েকদিন ধরে রাতের আঁধারে ট্রাক্টরে করে মাটি কেটে নিয়ে যাচ্ছেন একটি চক্র। স্থানীয় লোকজন ও সচেতন মহল বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবুর রহমান স্বশরীরে একাধিকবার গুচ্ছগ্রাম এলাকার পরির্দশন গিয়েছেন। কিন্তু কাউকে না পাওয়ায় কোনো ব্যবস্থা নিতে পারেননি তিনি। গত শনিবার গোপন সংবাদের ভিত্তিতে মাটি খেকোদের অবস্থান জানতে পেরে সহদেবপুর এলাকায় ভ্রাম্যমান আদালেতর অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবুর রহমান। এসময় মাটির কাটার দায়ে ফয়সাল ও হৃদয়কে আটক করা হয়। পরে অবেধভাবে মাটির কাটার দায়ের তাদের দুইজনকে সাতদিন করে কারাদণ্ড দিয়েছেন।
গুচ্ছ গ্রামের কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, এসিল্যান্ডের গাড়ি চালক হওয়ায় ফয়সাল দিনরাত কৃষি জমির মাটি কাটলেও কেউ প্রতিবাদ করেনা। ইউএনও অফিস ও এসিল্যান্ড অভিযানে গেলে ফয়সালের বাবা আগে থেকেই ফয়সালকে জানিয়ে দিলে অভিযানে যাওয়ার আগেই ফয়সাল সতর্ক হয়ে যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবুর রহমান বলেন, অবৈধভাবে কৃষিজমির মাটির কাটার দায়ে দুইজনকে হাতেনাতে আটক করে ৭দিন করে কারাদণ্ড দেয়া হয়েছে। ফয়সালের বাবা এসিল্যান্ডের গাড়ির চালক প্রসঙ্গে তিনি বলেন, সেটি আমার জানা নেই। আমি অপরাধীকে ঘটনাস্থলে পেয়েছি। অপরাধ অনুযায়ী সাজা দিয়েছি।
ব্রাহ্মণ/বার্তা২৫

নিজস্ব প্রতিবেদক 














