বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার পথে এগিয়ে চলা জনপ্রিয় বেসরকারি বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পালন করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বৈশাখী টেলিভিশনের ২১তম বর্ষে পদার্পণ উপলক্ষে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, সাবেক সভাপতি মোঃ আরজু, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন এবং সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ।
বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় বৈশাখী টেলিভিশন দেশের গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তারা ভবিষ্যতেও সত্য, ন্যায় ও জনস্বার্থে আপসহীন থেকে বৈশাখী টেলিভিশনের পথচলা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
আলোচনা সভা শেষে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৈশাখী টেলিভিশনে ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি মোঃ খোকন মিয়া।
এসময় ব্রাহ্মণবাড়িয়ার প্রেসক্লাবের সদস্য, সমকাল পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুর নুর, সৈয়দ মোঃ আকরাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন বেলাল, যুমনা টেলিভিশন স্টাফ রিপোর্টার মোঃ শফিকুল ইসলাম, সময় টেলিভিশন ব্যুরো প্রধান উজ্জ্বল চক্রবর্তী, আর টিভি জেলা প্রতিনিধি আজিজুর রহমান পায়েল, বাংলা ভিশন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোঃ আশিকুর রহমান, সাংবাদিক গিয়াস উদ্দিন, মানবকণ্ঠ জেলা প্রতিনিধি শফিকুল আলমসহ কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ গণমাধ্যম ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণ/বার্তা২৫

নিজস্ব প্রতিবেদক 





















