ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন মাছিহাতা ইউনিয়নের গজারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার একটি দল। অভিযানের সময় একটি সন্দেহজনক সিএনজি আটক করা হয়। পরে সিএনজিটি তল্লাশি করে ভেতর থেকে ৩০ (ত্রিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকেই দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও সিএনজি উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন বিজয়নগর উপজেলার কাশিননগর এলাকার মো. রাকিব (১৯), পিতা মো. জাকির হোসেন,অন্যজন আখাউড়া উপজেলার রাধানগর এলাকার মো. লোকমান ভূঁইয়া (৪৮), পিতা মৃত সোলাইমান ভূঁইয়া,
এ বিষয়ে ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ব্রাহ্মণ/বার্তা২৫

নিজস্ব প্রতিবেদক 




















