ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নেতৃত্বে জেলার বিপুল সংখ্যক বিএনপি নেতা-কর্মী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে যোগ দেন। যাত্রার সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায়।
এ সময় ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পাশে পিতার রাজনৈতিক সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ইফরাদ হোসাইন মাহবুব। দলীয় ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে যাত্রাপথ। শুরু থেকে পুরো অনুষ্টান ইফরাদ হোসেন মাহবুব স্লোগানে মাতিয়ে রেখেছেন নেতাকর্মীদের।ইঞ্জিনিয়ার মাহবুব হোসেন শ্যামল ও তার ছেলে ইফরাত হোসাইন মাহবুব বিএনপির পতাকা হাতে স্লোগানে স্লোগানে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে দলীয় ঐক্য ও শক্তির প্রকাশ ঘটান।
নেতারা জানান, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করবে। তারা আশা প্রকাশ করেন, এই ঐতিহাসিক আয়োজনের মধ্য দিয়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত।
ব্রাহ্মণ/বার্তা২৫

নিজস্ব প্রতিবেদক 

















