ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মুন্সেফপাড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে রাজু প্রকাশ সাগর মিয়া নামে এক যুবক আহত হওয়ার ঘটনায় ৮ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৮ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন— সাগর (১৯), অনিক (২৪)পিতা:আনিছ- মুন্সেফপাড়া, রুবেল (২৫)পিতা:হাছু মিয়া-পৈরতলা,হৃদয় (২৫)পিতা,দুলাল মিয়া-মধ্যপাড়া, মো. রাজু (২৫)পিতা:মৃত আবু ছালেক-ফুলবাড়িয়া, জসিম মিয়া (২৫)পিতা:অহিদ মিয়া-মুন্সেফপাড়া, সাগর প্রকাশ বুলেট (২৪)পিতা:মৃত রহমত-কাজীপাড়া,ও সাব্বির (৩৩)সিরাজুল ইসলাম-মধ্যপাড়া। তারা সবাই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
এর আগে গত বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় মুন্সেফপাড়া এলাকায় পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের ছোড়া গুলিতে রাজু প্রকাশ সাগর মিয়া গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ, বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে পুলিশ অভিযুক্তদের শনাক্ত করে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী সাগরের বাবা বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত অভিযুক্তদের বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে।
ব্রাহ্মণ/বার্তা২৫

নিজস্ব প্রতিবেদক 




















