অস্ত্র ও মাদকের বিষয় আমার নজরে এসেছে। আমরা নির্বাচন কেন্দ্রিক ফোকাসে স্পেশাল ড্রাইভ চালাবো। অপরাধী কাউকে ব্রাহ্মণবাড়িয়ায় থাকতে দেওয়া হবে না।’যেখানে পুলিশ আছে সেখানে অপরাধী থাকতে পারবে না।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায়, ব্রাহ্মণবাড়িয়ায় নবাগত পুলিশ সুপার শাহ্ মো. আবদুর রউফ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘কোনো সন্ত্রাসী যদি মনে করে অপরাধ করে ব্রাহ্মণবাড়িয়ায় থাকবো, সেটা যেন মনে না করে। আমি যতক্ষণ এই চেয়ারে আছি, এ বিষয়ে কাজ করব।’ এছাড়া সাংবাদিকদের সহায়তার আহ্বান জানিয়ে তিনি সঠিক তথ্য সরবরাহের জন্য উৎসাহ দিয়েছেন।
মতবিনিময় সভায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, ফরহাদুল ইসলাম পারভেজসহ জেলা মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা থানার কর্মকর্তা-সমূহও অংশগ্রহণ করেন।
ব্রাহ্মণ/বার্তা২৫

নিজস্ব প্রতিবেদক 















