সংগীত পরিবেশন, মানববন্ধন, গণস্বাক্ষর ও আলোচনা সভার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। দিবসটি উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সকাল থেকেই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষের ঢল নামে। শুরুতেই সকলে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন। এরপর দুর্নীতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এক বিশাল মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে দুর্নীতির বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দেন।
পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, “দুর্নীতি কেবল দেশের উন্নয়নকেই বাধাগ্রস্ত করে না, এটি একটি জাতির নৈতিক মেরুদণ্ড ভেঙে দেয়। আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। সরকারি সেবা প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরীফুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোঃ নোমান মিয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোস্তফা এমরান হোসেন এবং সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল কাইয়ুম।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীন এবং দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক তারেকুর রহমান।
বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধের জন্য কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়, বরং এর জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা ও পারিবারিক মূল্যবোধের চর্চা। ভবিষ্যৎ প্রজন্মকে দুর্নীতিমুক্ত রাখতে এখন থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান তারা।
ব্রাক্ষণ/বার্তা২৫

নিজস্ব প্রতিবেদক 















