ব্রাহ্মণবাড়িয়ায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ২০ নভেম্বর রাত ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া আর্মি ক্যাম্পের ৩৩ বীর ইউনিটের কমান্ডার লে. ইফতেমাম এর নেতৃত্বে এ সদর উপজেলার গোকর্ণ ঘাট এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১৮০ পিস ইয়াবা ও নগদ ১,০০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় খায়েস মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি মৃত আব্দুল মান্নানের ছেলে এবং গোকর্ণ ঘাট পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
অভিযান শেষে আটক আসামি ও উদ্ধারকৃত মালামাল ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
ব্রাহ্মণ/বার্তা২৫

নিজস্ব প্রতিবেদক 


















