ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২০ নভেম্বর ২০২৫) ভোরে অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজা উদ্ধার করেছে। রাত ২টা ৪০ মিনিটে সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুলাল (৪৫) ও সজিব (৩২) নামে দুই মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত গাঁজা উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
পলাতক আসামিরা উপজেলার কাশিননগর গ্রামের মৃত লালু মিয়ার ছেলে দুলাল(৪৫)।অন্য আরেক আসামি নলগড়িয়া গ্রামের সফিক মিয়ার ছেলে সজিব মিয়া(৩২)।
এ বিষয়ে পলাতক আসামীদের বিরুদ্ধে বিজয়নগর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানায়।
ব্রাহ্মণ/বার্তা২৫

নিজস্ব প্রতিবেদক 


















