ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকসা ও মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে মোঃ হাসান-(২০) নামে একজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার রামপুরা এই ঘটনা ঘটে। এ সময় ছিদ্দিক ও সোহাগ নামে আরো দুই যুবক আহত হন।
নিহত মোঃ হাসান কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের কুটি বামনডাঙ্গা গ্রামের গফুর মিয়ার ছেলে।
পুলিশ জানায়, নিহত হাসানসহ তিন শ্রমিক উপজেলার শাহবাজপুর প্রথম গেইট এলাকায় ছয় লেন ব্রিজ নির্মানের কাজ করে। শনিবার রাতে কাজ শেষে তারা মোটর সাইকেলে করে বুধন্তি এলাকায় ঘুরতে যান। ফেরার পথে রামপুরা এলাকায় তাদের মোটর সাইকেলটির পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে ধাক্কা লাগে। এতে তিনজনই আহত হন।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে আশঙ্কাজনক অবস্থায় সিদ্দিককে ঢাকায় পাঠানো হয়। হাসান ও সোহাগকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই হাসান মারা যান।
এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ব্রাহ্মণ/বার্তা২৫

নিজস্ব প্রতিবেদক 



















