মানবিক সহায়তার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর উদ্যোগে শারীরিকভাবে পঙ্গু, দরিদ্র ও অসহায় ১২ জন প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার উপহার প্রদান করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে সরাইল উপজেলা সদর ইউনিয়ন কার্যালয়ের সামনে এই মানবিক কার্যক্রমের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরাইল শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, জেলা আমীর ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের মনোনীত প্রার্থী মাওলানা মোবারক হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোবারক হোসাইন বলেন, জামায়াতে ইসলামী সবসময় মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। সমাজের যেকোনো বিপদে-আপদে গরীব, অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব। মানুষের সেবা ও সহমর্মিতা সমাজ পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠাকাল থেকে জামায়াত মানবসেবাকে অগ্রাধিকার দিয়ে আসছে। আমরা মানুষের উপকারে থাকতে চাই, ভবিষ্যতেও থাকব। হুইলচেয়ার বিতরণের মতো উদ্যোগ সমাজে ভালোবাসা ও আন্তরিকতার বার্তা ছড়িয়ে দেয়।
সরাইল উপজেলা আমীর এনাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক আবুল বাশার, প্রচার সম্পাদক মো. রোকন উদ্দিন, সরাইল উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা কুতুব উদ্দিন, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি জুলফিকার হায়দার রাফি, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারেকুল ইসলাম, সরাইল উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রুমেল মিয়া প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান জাবেদ।
হুইলচেয়ার বিতরণের সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা একে একে ১২ জন অসহায় ও পঙ্গু ব্যক্তির হাতে হুইলচেয়ার তুলে দেন।
ব্রাহ্মণ/বার্তা২৫

নিজস্ব প্রতিবেদক 

















