ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে থানা পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) রাত ১১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম ২নং চান্দুরা ইউনিয়নের জালালপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে আটক ব্যক্তির হেফাজত থেকে ৮০০ (আটশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে ইয়াবাগুলো জব্দ করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামী বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া গ্রামের মো:আঃ সোবহানের ছেলে ইমরান মিয়া (৩৭)।
এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
ব্রাহ্মণ/বার্তা২৫

নিজস্ব প্রতিবেদক 

















