ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার ও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোররাত ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া আর্মি ক্যাম্প কমান্ডার বিএ-১২৬০৯ লে. ইফতেমাম এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম এই যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান শেষে ৫১৫ বোতল ইসকাফ, ৩৬ বোতল বিদেশি মদ এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা হলেন—চম্পক নগর এলাকার আনু মিয়ার ছেলে, আল আমিন (৩৫), অন্যজন একই গ্রামের মো:মনু মিয়ার ছেলে, আল আমিন (৩৬)।
অভিযান শেষে আটককৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য বিজয়নগর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযানে এমন ধারাবাহিক তৎপরতা অব্যাহত থাকবে।
ব্রাহ্মণ/বার্তা২৫

নিজস্ব প্রতিবেদক 











