ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের ফতেহপুর গ্রামে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৫ নভেম্বর) ভোরে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। প্রায় কয়েক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে পুরো গ্রামজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফতেহপুর গ্রামের মৃত আলী আকবরের দুই ছেলে মো. সাত্তার ও মো. এমদাদ একই বাড়িতে বসবাস করেন। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি কেনাবেচা ও উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি এমদাদুল তার ভাই সাত্তারের মেয়ের জামাতার কাছে পরিবারের একাংশের জায়গা বিক্রি করেন। এ বিক্রির টাকাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়।
বিষয়টি নিয়ে গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় মুরুব্বিদের উপস্থিতিতে এক সালিস বৈঠক বসানো হয়। তবে উভয় পক্ষের কেউই সমঝোতায় আসতে না পারায় সালিসে কোনো মীমাংসা হয়নি। এর জের ধরে বুধবার ভোরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র—লাঠি, রামদা, কাঁচি ইত্যাদি নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। কিছুক্ষণ পরই শুরু হয় সংঘর্ষ।
প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২৫ জন আহত হন। সংঘর্ষের সময় কয়েকটি বাড়িঘরেও ভাঙচুর চালানো হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কেউ কেউ গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
খবর পেয়ে সরাইল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে এলাকাজুড়ে টহল জোরদার করা হয় যাতে পুনরায় কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. ওবায়দুর রহমান বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। বর্তমানে এলাকা শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।”
তিনি আরও বলেন, “ঘটনায় কারা জড়িত তা চিহ্নিত করার কাজ চলছে। আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”













