ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কান্দিরপাড়া এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথবাহিনীর অভিযানে এক রেলওয়ে পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে এক জিম্মিকেও উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, শনিবার (১ নভেম্বর ২০২৫) রাত সাড়ে ৮টার দিকে ৩৩ বীর নবীনগর আর্মি ক্যাম্পের অধীনস্থ বিএ-১১৪৯১ ক্যাপ্টেন তানজিনুর রহমান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী রাজিব (৩৮) এর বাড়িতে অভিযান চালানো হলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে রাজিব পালিয়ে যায়। পরে তার বাড়ি তল্লাশি করে রেলওয়ে পুলিশ সদস্য ও মাদক ব্যবসায়ীর সহযোগী মোঃ শাহাদাৎ হোসেন (৩১) কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে জিম্মি গৌরাঙ্গ রায় কর্মকার (৩৯) কে উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে বিভিন্ন মাদকদ্রব্য ও সরঞ্জাম উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে—ইয়াবা: ৮৯০ পিস,২ বোতল বিদেশি মদ,১ টি ইলেকট্রিক শক মেশিন, ১ টি স্টিলের ফোল্ডিং লাঠি,অ্যান্ড্রয়েড মোবাইল ২টি।
পরে উদ্ধারকৃত জিম্মি গৌরাঙ্গ রায় কর্মকার (৩৯)এবং রেলওয়ে পুলিশ মোঃ শাহাদাৎ হোসেন (৩১)কে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত জিম্মি গৌরাঙ্গ রায় কর্মকার কসবা উপজেলার গঙ্গানগর পূর্বপাড়া মৃত হারাধন চন্দ্র সাহার ছেলে।
আটককৃত আসামী শাহাদাৎ হোসেন কসবা উপজেলার কুটি গ্রামের মৃত সানু মিয়ার ছেলে।সে কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা,ওসি(তদন্ত)অমিতাভ দাস তালুকদার জানান,আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে।
ব্রাহ্মণ/বার্তা২৫
















