বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার অধীনে ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তারেক রহমান।
রবিবার (২৬ অক্টোবর) জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন এবং সদস্য সচিব সমীর চিক্রবর্তী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত ২১ সদস্যের আংশিক কমিটিতে সভাপতি করা হয়েছে জুবায়ের বিন মুজতবাকে এবং সাধারণ সম্পাদক আরাফাত রহমান নিয়েলকে। অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সহ-সভাপতি মাহমুদুল হাসান মোনায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুনায়েদ, ছাত্রী বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার মুক্তিসহ আরও অনেকে।
সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পাওয়ার পর তারেক রহমান বলেন,“ছাত্রদলের ঐতিহ্য ও নীতিকে অনুসরণ করে সংগঠনকে আরও শক্তিশালী করতে চাই। দলের প্রতিটি কর্মীর সাথে ঐক্য বজায় রেখে গণতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠায় কাজ করব।”
জেলা ছাত্রদলের বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে নতুন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ব্রাহ্মণ/বার্তা২৫


















