বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার অধীন ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন খাদিজা আক্তার মুক্তি।
রবিবার (২৬ অক্টোবর) জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন এবং সদস্য সচিব সমীর চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন করা হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি হয়েছেন জুবায়ের বিন মুজতবা, সাধারণ সম্পাদক আরাফাত রহমান নিয়াজ। মোট ২১ সদস্যের এই আংশিক কমিটিতে খাদিজা আক্তার মুক্তিকে ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
জেলা ছাত্রদল জানায়, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ছাত্রী বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় খাদিজা আক্তার মুক্তি বলেন, “ছাত্রদলের আদর্শ বুকে ধারণ করে সংগঠনের প্রতি নিষ্ঠা ও দায়িত্বশীলভাবে কাজ করতে চাই। নারী শিক্ষার্থীদের সংগঠনে সম্পৃক্ত করে গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখব।”
ঘোষণার পর ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা মুক্তিকে অভিনন্দন জানিয়েছেন।
ব্রাহ্মণ/বার্তা২৫


















