ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম মেঝডা আরামবাগে অবস্থিত ক্ষুদে পণ্ডিতদের পাঠশালা-এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় বর্ণাঢ্য এ অনুষ্ঠান।
অনুষ্ঠানে আবদুল মতিন শিপনের সঞ্চালনায়
সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালক কোহিনূর আক্তার প্রিয়া । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল-আমিন শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতার খবর এর সম্পাদক আদিত্য কামাল, বাংলাদেশ গ্যাসফিল্ডস কোম্পানির কর্মকর্তা কাজী হামিদুর রহমান, কিন্ডারগার্টেন উন্নয়ন পরিষদের সভাপতি ফারহানা ববি, ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী সম্পাদক আবদুল্লাহ আল-নাঈম, এবং বিশিষ্ট নারী উদ্যোক্তা নাঈমা আহমেদ উম্মী,আখি নূর, রীনা ও লাবলী বেগম।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাথী ইসলাম, ছাইমা ইসলাম ও মো. মূছা।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি ও ক্রীড়া চর্চায় উৎসাহিত করার আহ্বান জানান। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।















