দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় কমিটির সদস্য আসাদ খোকন-কে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান লিটন বলেন,কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আসাদ খোকনকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। পাশাপাশি কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
অব্যাহতির চিঠিতে উল্লেখ করা হয়,
আসাদ খোকনের বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের একটি অভিযোগ উত্থাপিত হয়েছে এবং তা প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে। তাই আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে তাকে জেলা সমন্বয় কমিটির সদস্যপদসহ সকল দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো।
এছাড়া কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তার লিখিত ব্যাখ্যা তিন (০৩) কার্যদিবসের মধ্যে এনসিপির শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিন বরাবর দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুর মৌজার ৯৫০ ও ৯৬৩ দাগের দুটি খাস পুকুর বহু বছর ধরে লক্ষীপুর দারুল কোরআন মাদ্রাসা, মসজিদ ও কবরস্থানের নামে ইজারা নিয়ে ব্যবহার হয়ে আসছিল।
অভিযোগ রয়েছে, এনসিপির জেলা সমন্বয় কমিটির সদস্য আসাদ খোকন ওই দুটি পুকুর অবৈধভাবে দখলের চেষ্টা করেন। বিষয়টি উপজেলা ভূমি অফিস জানতে পেরে স্থানীয়দের অংশগ্রহণে উন্মুক্ত ইজারা দেওয়ার উদ্যোগ নেয়।
ইজারার খবর জানার পর আসাদ খোকন নাকি অন্যদের ইজারায় অংশগ্রহণে হুমকি দেন। গত ১৪ অক্টোবর এসিল্যান্ড অফিসে ইজারায় অংশ নিতে আসেন লক্ষীপুর গ্রামের চারজন ব্যক্তি। অভিযোগ অনুযায়ী, সেদিন অফিসে প্রবেশের পর তাদের উপর হামলার ঘটনা ঘটে।
পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে অফিস থেকে বের হওয়ার পর আবারও হামলা হলে পাঁচজন আহত হন। এই ঘটনায় আসাদ খোকনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানা পুলিশ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ অস্বীকার করে আসাদ খোকন বলেন,“আমি সামাজিক যোগাযোগমাধ্যমে নাসিরনগরে চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে আসছি। সেই কারণে একটি কুচক্রী মহল আমাকে রাজনৈতিকভাবে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্র করছে। পুকুর ইজারার ঘটনায় আমি ঘটনাস্থলে ছিলাম না, বরং আমার ওপরই হামলা হয়েছে। আমার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালানো হচ্ছে।
ব্রাহ্মণ /বার্তা২৫
















