সামাজিক সংগঠন প্রিয় পরিবার ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে সোমবার অনুষ্ঠিত হয়েছে সংগঠনের নিয়মিত সাপ্তাহিক খাবার আয়োজন। দিনটি সংগঠনের জন্য ছিল বিশেষ—কারণ এই আয়োজনে সম্পন্ন হয়েছে ১৫০তম খাবার বিতরণ।
আজকের খাবার আয়োজনের পুরো ব্যয়ভার বহন করেছেন সংগঠনের অন্যতম এডমিন হাফেজ আল আমিন নূরী ভাই। সংগঠনের পক্ষ থেকে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে এবং দোয়া করা হয়েছে।
সংগঠনের সিনিয়র এডমিন আশরাফুল ইসলাম ভাই-এর ঘরে সম্প্রতি এক পুত্রসন্তানের জন্ম হয়েছে। তাঁর নবজাতকের জন্য দোয়া করা হয়
অন্যদিকে সংগঠনের অন্যতম এডমিন সাহিদা আক্তার আরিশা আপা-র বাবা গুরুতর অসুস্থ থাকায় তাঁর দ্রুত আরোগ্যের জন্য বিশেষ দোয়া করা হয়।এছাড়া, সংগঠনের উপদেষ্টা ও প্রিয় পরিবারের সাহিল এর আজ জন্মদিন। সংগঠনের পক্ষ থেকে তাঁর জন্য শুভেচ্ছা ও দীর্ঘায়ুর দোয়া জানানো হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাইফুর রহমান নাহিদ বলেন,“প্রিয় পরিবার শুধু একটি সংগঠন নয়, এটি একটি মানবিক পরিবার। আমরা ঐক্য, ভালোবাসা ও সহমর্মিতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছি।”
শেষে সংগঠনের সকল সদস্য, অসুস্থ ব্যক্তিবর্গ ও কবরবাসী সকলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
ব্রাহ্মণ/বার্তা২৫