ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে মোট ১৪ (চৌদ্দ) কেজি গাঁজাসহ তিনজন নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়,মঙ্গলবার ৭ অক্টোবর দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন বাসুদেব ইউনিয়নের বরিশল এলাকা থেকে ১০ (দশ) কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতের নাম জমিলা প্রকাশ পারভীন (৪০), পিতা মাঝি মিয়া। স্থায়ী ঠিকানা—সুলতানপুর, থানা মাধবপুর, জেলা হবিগঞ্জ। বর্তমানে তিনি খড়মপুর (বস্তির পাশে) রেল কলোনী এলাকায় বসবাস করছিলেন, থানা আখাউড়া, জেলা ব্রাহ্মণবাড়িয়া। অভিযান চলাকালে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক উদ্ধারকৃত ১০ কেজি গাঁজা জব্দ তালিকামূলে জব্দ করা হয়।
অপরদিকে, একই দিনে সকাল ১০টা ১০ মিনিটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের আরেকটি দল সদর উপজেলার কোড্ডা পূর্বপাড়া এলাকা থেকে ৪ (চার) কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—
১। রাবেয়া বেগম (২৭), স্বামী আইয়ুব আলী বাবু, পিতা মৃত এমদাদুল হক মিলন প্রকাশ আলমগীর সর্দার, সাং- ঠিকাসার সর্দার বাড়ি, থানা- গৌরনদী, জেলা- বরিশাল। বর্তমানে তিনি ভাসমানভাবে এখলাছপুর এলাকায় অবস্থান করছিলেন, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুর।
২। মোসাঃ ফারজানা আক্তার নিপা ওরফে রেনু ওরফে রিনা (২৯), স্বামী আমিনুর রহমান রুবেল, পিতা মৃত ফজলু মিয়া, সাং- কাশিনগর, আটপাড়া পুকুরপাড় (প্রাইমারি স্কুলের পেছনে), থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
উভয় অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয় এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
ব্রাহ্মণ/বার্তা২৫