পিআর পদ্ধতি ও জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়েতে ইসলামি।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শহরের জেলা পরিষদ মার্কেট প্রাঙ্গণ থেকে বিপুল সংখক নেতা কর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কালি বাড়ি মোড়, টি.এ রোড, হাসপাতাল রোডসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় জেলা জামায়েতে ইসলামির আমীর মোবারক হোসেন আকন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক জুনাইদ হাসান, প্রচার সম্পাদক মো. রোকন উদ্দিন, যুব ও আইন বিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলাম প্রমুখ।
বিএনপির দিকে ইঙ্গিত করে জামায়েত ইসলামীর জেলা আমির বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেন, অন্তর্বর্তী সরকার একটি দলকে এখনই বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা সরকারকে বলতে চাই, আপনি দেখুন, যে ঢাকা থেকে আন্দোলন শুরু হয়েছিল, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সমাজ কী সিদ্ধান্ত দিয়েছে। আগামীতে বাংলাদেশ কারা পরিচালনা করবে। আমরা বলছি, যদি লেভেল প্লেয়িং ফিল্ড থাকে, যদি স্বচ্ছ নির্বাচন হয়, তাহলে আগামীতে অবশ্যই বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করবে।
সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদি প্রথাকে দূর করে গণতন্ত্র শতভাগ বাস্তবায়ন করতে পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া কোন বিকল্প নেই। অথচ একটি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন বুঝে না। আমরা মনে করি তারা রাজনৈতিক শিশু। এছাড়াও বক্তারা ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের গণহত্যা ও দূর্নীতির বিচারের পাশাপাশি জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান। একইসাথে জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচন আয়োজনের দাবি করেন।
ব্রাহ্মণ/বার্তা২৫