ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়কবাসহ এক নারীকে আটক করেছে বিজয়নগর থানা পুলিশ।
মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ৩ টার সময় আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই নির্মলেন্দু চাকমাসহ আভিযানিক টিম বিজয়নগর থানার পাহাড়পুর ইউনিয়নের দাড়িয়াপুর এলাকায় মাদক উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল কল্পে অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে, দাড়িয়াপুর এলাকার জনৈক জহুর মিয়ার বাড়ীর সামনে আউলিয়া বাজার টু হরষপুর গামী পাকা রাস্তার উপর হতে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাহমুদা বেগম (৩৫) স্বামী-আজিদ মিয়া, সাং- চানপুর থানা- বিজয়নগর জেলা- ব্রাহ্মনবাড়িয়াকে গ্রেফতার করা হয়। এ সময় এস আই নির্মলেন্দু চাকমা কয়েকজন উপস্থিত সাক্ষীদের সম্মুখে ৮৫০ পিস ইয়াবা জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকে আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মাহমুদা বেগমকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ব্রাহ্মণ/বার্তা২৫