ঢাকা , শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার পরিদর্শন করলেন এডিএম মুরাদ ছাত্রদল প্রার্থীদের পক্ষে পোস্ট, ব্রাহ্মণবাড়িয়ার ওসি প্রত্যাহার। জুলাই গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ” শীর্ষক মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। নবীনগরে তুচ্ছ ঘটনায় কিশোরের দুই আঙুল কর্তন। বিজয়নগরে আসন সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। মেধাবী উদ্ভাবক নাবিল এর পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান :তারেক রহমান।   ব্রাহ্মণবাড়িয়ায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল। বিজয়নগরে আসামী ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা, এএসআইসহ আহত ৬ পুলিশ। চুয়াডাঙ্গায় ধান কাটার মেশিন থেকে অজগর সাপ উদ্ধার  সহিংসতা অব্যাহত থাকলে শান্তিপূর্ন নির্বাচন কঠিন হবে:উপদেষ্টা শারমিন এস মোর্শেদ 
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপডেট নিউজ থিমটি ক্রয় করতে আমাদের কল করুন 01732667364। আমাদের আরো নিউজ থিম দেখতে ভিজিট করুন www.themesbazar.com

বিজয়নগরে রুমিন ফারহানার বিরুদ্ধে বিক্ষোভ। মহাসড়ক অবরোধ ও গ্রেফতারের দাবিতে তিনদিনের আল্টিমেটাম।

Oplus_0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রস্তাবিত আসন বিন্যাসের শুনানিকালে বিএনপি’র সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সরাইল-২ আসনের মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থকদের হাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

আজ সোমবার (২৫ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার চান্দুরা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ স্থানীয়রা। এসময় প্রায় আধাঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নির্বাচন কমিশনের শুনানিকালে এনসিপি’র সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) মো. আতাউল্লাহ ও তার সহযোগীদের ওপর রুমিন ফারহানার সমর্থকরা অতর্কিত হামলা চালায়। এর প্রতিবাদে তারা রুমিন ফারহানাকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন এনসিপি’র সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, বিজয়নগর উপজেলা প্রধান সমন্বয়ক প্রকৌশলী মোহাম্মদ আমিনুল হক চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রাষ্টু সরকার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান।

বক্তব্যে আতাউল্লাহ অভিযোগ করে বলেন, “আমাকে ম্যানেজ করার জন্য ইসির শুনানিতে আমার নামই রাখা হয়নি। তারা জানে না জুলাইযোদ্ধারা কখনো ম্যানেজ হয়নি। বিজয়নগরের ১০টি ইউনিয়নকে ঐক্যবদ্ধ রাখতে চাই আমরা, কিন্তু রুমিন ফারহানা রাতের অন্ধকারে তিনটি ইউনিয়ন সরিয়ে নিজের আসনে যুক্ত করার অপচেষ্টা চালাচ্ছেন।”

তিনি আরও বলেন, “সংরক্ষিত নারী আসনে অন্ধকারে ভোটের মাধ্যমে এমপি হয়েছিলেন রুমিন ফারহানা। তখন তিনি সরকারের সুযোগ-সুবিধাও ভোগ করেছেন। এখন তিনি বিজয়নগরের চান্দুরা, বুধন্তী ও হরষপুর ইউনিয়ন নিয়ে মিথ্যাচার করছেন। যা কোনোভাবেই বিজয়নগরবাসী মেনে নেবে না।”

বিক্ষোভকারীরা ঘোষণা দেন, আগামী তিনদিনের মধ্যে রুমিন ফারহানাকে গ্রেফতার না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার পরিদর্শন করলেন এডিএম মুরাদ

বিজয়নগরে রুমিন ফারহানার বিরুদ্ধে বিক্ষোভ। মহাসড়ক অবরোধ ও গ্রেফতারের দাবিতে তিনদিনের আল্টিমেটাম।

আপডেট সময় ০৮:৪২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রস্তাবিত আসন বিন্যাসের শুনানিকালে বিএনপি’র সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সরাইল-২ আসনের মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থকদের হাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

আজ সোমবার (২৫ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার চান্দুরা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ স্থানীয়রা। এসময় প্রায় আধাঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নির্বাচন কমিশনের শুনানিকালে এনসিপি’র সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) মো. আতাউল্লাহ ও তার সহযোগীদের ওপর রুমিন ফারহানার সমর্থকরা অতর্কিত হামলা চালায়। এর প্রতিবাদে তারা রুমিন ফারহানাকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন এনসিপি’র সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, বিজয়নগর উপজেলা প্রধান সমন্বয়ক প্রকৌশলী মোহাম্মদ আমিনুল হক চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রাষ্টু সরকার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান।

বক্তব্যে আতাউল্লাহ অভিযোগ করে বলেন, “আমাকে ম্যানেজ করার জন্য ইসির শুনানিতে আমার নামই রাখা হয়নি। তারা জানে না জুলাইযোদ্ধারা কখনো ম্যানেজ হয়নি। বিজয়নগরের ১০টি ইউনিয়নকে ঐক্যবদ্ধ রাখতে চাই আমরা, কিন্তু রুমিন ফারহানা রাতের অন্ধকারে তিনটি ইউনিয়ন সরিয়ে নিজের আসনে যুক্ত করার অপচেষ্টা চালাচ্ছেন।”

তিনি আরও বলেন, “সংরক্ষিত নারী আসনে অন্ধকারে ভোটের মাধ্যমে এমপি হয়েছিলেন রুমিন ফারহানা। তখন তিনি সরকারের সুযোগ-সুবিধাও ভোগ করেছেন। এখন তিনি বিজয়নগরের চান্দুরা, বুধন্তী ও হরষপুর ইউনিয়ন নিয়ে মিথ্যাচার করছেন। যা কোনোভাবেই বিজয়নগরবাসী মেনে নেবে না।”

বিক্ষোভকারীরা ঘোষণা দেন, আগামী তিনদিনের মধ্যে রুমিন ফারহানাকে গ্রেফতার না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।