খন্দকার আইটির কর্ণধার ও বহুমুখী প্রতিভার অধিকারী খন্দকার মোঃ আলমগীর হোসেনের আজ জন্মদিন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জন্মগ্রহণকারী আলমগীর হোসেন পেশায় একজন আইটি বিশেষজ্ঞ, সাংবাদিক, সাহিত্যিক ও উদ্যোক্তা হিসেবে সমাদৃত।
স্থানীয় স্কুলে পড়াশোনার পাশাপাশি কিশোর বয়স থেকেই তিনি কবিতা ও সাহিত্যচর্চায় আগ্রহী হন। ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থানকালে তিনি স্থানীয় পত্রিকাগুলোতে নিয়মিত কবিতা লিখতেন। সাপ্তাহিক
অগ্রধাপ পত্রিকার সম্পাদক জামাল উদ্দিনের অনুপ্রেরণায় তিনি শিশু সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে দৈনিক প্রজাবন্ধু, সাপ্তাহিক প্রতাপ ও পেনব্রিজ পত্রিকায় কাজ করার মাধ্যমে তার সাংবাদিকতা জীবনের ভিত্তি রচিত হয়।
২০১০ সালে মুন্সিগঞ্জে পড়াশোনার সময় তিনি বাংলাদেশের প্রথম অনলাইন সাহিত্য প্ল্যাটফর্ম “সাহিত্য ব্লগ ডট কম” প্রতিষ্ঠা করেন, যা তৎকালীন সময়ে লেখকদের জন্য একটি উল্লেখযোগ্য মাধ্যম ছিল। পরবর্তীতে ২০১৩ সালে তিনি “বাংলাদেশ খবর ডট কম” নামে একটি অনলাইন নিউজ পোর্টাল চালু করেন এবং সরকারি নিবন্ধনের জন্য আবেদন করেন।
পেশাগত জীবনে তিনি ঢাকা ওয়াসা, ইউসি টেলিকম, কুইকলি গ্লোবাল লিমিটেড এর মতো প্রতিষ্ঠানে আইটি ও টেলিকমিউনিকেশন বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি দৈনিক আলোর জগত, দৈনিক বাংলাদেশ সময়,এশিয়াবানী, ঢাকা রিপোর্ট ২৪, সময়ের আলো, রুপালী বাংলাদেশ ও এআই ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর স্যাটেলাইট মিডিয়া ‘চ্যানেল এস টেলিভিশন’ সহ বিভিন্ন মিডিয়া হাউজের সাথে আইটি কনসালটেন্ট ও সাংবাদিক হিসেবে যুক্ত রয়েছেন।
অসুস্থতার পর নবীনগরে ফিরে তিনি তার প্রযুক্তি জ্ঞানকে কাজে লাগিয়ে খন্দকার আইটি নামে একটি আইটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। বর্তমানে তিনি ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার ডট কমসহ বিভিন্ন আন্তর্জাতিক মার্কেটপ্লেসে সফলতার সাথে ফ্রিল্যান্সিং সেবা প্রদান করছেন।
তিনি শুধু একজন প্রযুক্তিবিদই নন, বরং একজন সমাজসচেতন ব্যক্তিত্ব। তার কাজের মাধ্যমে তিনি তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার জন্য অনুপ্রাণিত করছেন। আজ তার জন্মদিনে পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীরা তাকে অকুণ্ঠ শুভেচ্ছা জানিয়েছেন।
খন্দকার মোঃ আলমগীর হোসেনের জীবনসংগ্রাম ও সাফল্য যেকোনো তরুণের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত। তার বহুমুখী কর্মযজ্ঞ তাকে আধুনিক প্রযুক্তি ও সাংবাদিকতা জগতে একটি স্বতন্ত্র পরিচয় দান করেছে।
শুভ জন্মদিন, খন্দকার মোঃ আলমগীর হোসেন! ব্রাহ্মণবাড়িয়া বার্তা পরিবারের পক্ষ হতে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি।
ব্রাহ্মণ/বার্তা/২৫