বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর, ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোবারক হোসাইন বলেছেন, ইসলামী দলগুলো এখন একসাথে। আমরা ন্যায়ভিত্তিক সমাজ গড়তে সংগ্রাম চালিয়ে যাব।শহীদদের রক্তে কেনা এই বাংলাদেশে তাদের স্বপ্নের ইনসাফভিত্তিক শাসনই আমাদের লক্ষ্য।
শুক্রবার(৪ জুলাই) বাদ জুমা ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার উচালিয়াপাড়া মাদ্রাসায় ২৪ জুলাই শহীদদের স্মরণে আয়োজিত এক খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এছাড়াও উচালিয়াপাড়া মাদ্রাসা ময়দানে স্থানীয় প্রবীন দ্বীনি মুরব্বির জানাযায় যোগদান করে বক্তব্য রাখেন।
মাওলানা হোসাইন বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনা আমাদের প্রেরণা। ফ্যাসিস্ট শক্তি ও তাদের দোসরদের হাতে দেশের নিয়ন্ত্রণ ছাড়ব না।
তিনি আরও যোগ করেন, যারা ফ্যাসিবাদ ঠেকাতে আজ এগিয়ে আসছে না, তারাই আসলে ফ্যাসিবাদ কায়েম করতে চায়। বাংলার জনতা প্রাণ দিয়েও এই ষড়যন্ত্র রুখে দেবে।
সরাইল উপজেলা জামায়াতের আমীর মোঃ এনাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা জামায়াতের অফিস সম্পাদক এডভোকেট মনির হোসাইন, সাবেক আমীর মাওলানা কুতুবউদ্দিনসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি অনুষ্ঠানে মাওলানা মোবারকের প্রতি ব্যাপক সমর্থনের ইঙ্গিত দেয়।
অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আসন্ন নির্বাচনে জামায়াতের মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাওলানা মোবারক হোসাইন। তার এই বক্তব্য নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করবে বলে স্থানীয় বাসিন্দারা মনে করছেন।