প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে তরী বাংলাদেশ এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলয়াতনে তরী বাংলাদেশ নাসিরনগর উপজেলা শাখার আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় তরী বাংলাদেশ নাসিরনগর উপজেলা শাখার সদস্য সচিব নিশাত সুলতানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি আজিজুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলার চাতলপাড় ডিগ্রি কলেজের প্রভাষক মানিরুল হুসাইন, বিজয়লক্ষ্মী স্কুল এন্ড কলেজের প্রভাষক বরুণ কান্তি সরকার, তরী বাংলাদেশ নাসিরনগর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক শামীম আল মামুন, গণমাধ্যমকর্মী ও সমাজসেবক মো. আরিফুল ইসলাম, দৈনিক মাতৃছায়া পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি নিহারেন্দু চক্রবর্তী, দৈনিক সময়ের কাগজ প্রতিনিধি নয়ন কুমার দাস, দৈনিক খোলা কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি পারভেজ মিয়া, দৈনিক রূপালী বাংলাদেশ এর প্রতিনিধি আহম্মদ হোসেন, দি ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি রিফাত ভূঁইয়া, তরুণ উদ্যোক্তা ফাইজুল ইসলাম, সুমন মিয়া ও শরীফুল হক প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব ও পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সভায় বক্তারা টেকসই উন্নয়ন নিশ্চিতে সবাইকে পরিবেশবান্ধব জীবনযাপনে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় সকলকে প্লাস্টিক ব্যবহার বর্জন করার পাশাপাশি যেখানে সেখানে ময়লা ফেলে পরিবেশ দূষিত না করার বিষয়ে আরো সচেতন হওয়ার আহবান জানানো হয়।
আলোচনা সভা শেষে উপজেলা সদরের কয়েকটি স্থানে পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এসময় তরীর কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে উৎসুক জনসাধারণের পাশাপাশি নাসিরনগর সদর ইউপির চেয়ারম্যান পুতুল রানী দাসও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
ব্রাহ্মণ/বার্তা২৫