ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কিল ঘুষিতে এক সাংবাদিকের মৃত্যুর অভিযোগ উঠেছে।আজ বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলার কাইতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খন্দকার শাহ আলম (৪৫) ‘আলম মিডিয়া’ নামে একটি ফেসবুক টিভি চালাতেন এবং তার বাবা সংগীতের প্রখ্যাত ওস্তাদ আহমেদ খন্দকার ভারতেও বেশ জনপ্রিয় ছিলেন বলে জানা যায়। এ ঘটনায় টাইগার বাবুলকে (৪০) আটক করে নবীনগর থানা পুলিশের কাছে সৌপর্দ করেছে স্থানীয় লোকজন।
জানা যায়, নবীনগর উপজেলার দক্ষিণ কাইতলা গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা, নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক খন্দকার শাহ আলমের ছোট ভাইয়ের স্ত্রী ও ছেলে-মেয়েরা চট্টগ্রামে যাওয়া উদ্দেশে বাড়ি থেকে বের হয়। কিন্তু পথিমধ্যে দুপুর আনুমানিক ১টায় একই গ্রামের কুখ্যাত ডাকাত, একাধিক মামলার আসামি টাইগার বাবুল দিনদুপুরেই ওদের কাছ থেকে মোবাইল ও মালামাল ডাকাতি করে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। খবর পেয়ে সাংবাদিক শাহ আলম ঘটনাস্থলে ছুটে এলে টাইগার বাবুলের সাথে শাহ আলমের ধস্তাধস্তি হয়। এ সময় টাইগার বাবুল সাংবাদিক শাহ আলমের বুকে উপর্যুপরি কিল-ঘুষি লাথি মারতে থাকে। এক পর্যায়ে সাংবাদিক শাহ আলম মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার ওসি শাহীনূর ইসলাম বলেন, “দুই পক্ষের হাতাহাতির ঘটনায় শাহ আলম মারা যায়। এই ঘটনায় প্রতিপক্ষ টাইগার বাবুলকে আটক করা হয়েছে, বর্তমানে পুলিশ পাহারায় সে চিকিৎসাধীন আছে। লাশ উদ্ধার করে জেলা মর্গে পাঠানো হয়েছে, এই ঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।
ব্রাহ্মণ/বার্তা২৫