ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে কাজ করার অভিযোগ উঠেছে মনিয়ন্দ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামিলীগ সভাপতির হুমায়ূন চৌধুরীর বিরুদ্ধে। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন।
সোমবার(২৩ জুন) সকালে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাড়ির কাজ শুরু করেন ওই আওয়ামী লীগ নেতা ও তার লোকজন। যদিও মামলা থাকায় আত্নগোপনে থেকেই নেত্বত দিচ্ছেন তিনি। এ অবস্থায় স্থানীয়দের মাধ্যমে আইনের প্রতি সম্মান রেখে বাধাঁ দিলে তা অমান্য করে কাজ শুরু করে ওই নেতার লোকজন।
জানা গেছে, আখাউড়া উপজেলার মনিয়ন্দ মৌজার শিকারমুড়া এলাকায় বসতবাড়ির জমি নিয়ে ইকবাল চৌধুরীর সঙ্গে হুমায়ূন চৌধুরীর মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে মামলা আদালতে চলমান থাকায় গত ১ মে ২০২৫ ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালত শান্তিশৃঙ্খলা রক্ষায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেন।
আদালতের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও আদালতের আদেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে নির্মাণকাজ শুরু করেন হুমায়ূন ও তার লোকজন। এ ঘটনায় ইকবাল মিয়া ও তার লোকজন আখাউড়া থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ছমিউদ্দিন বলেন,আমরা আদালতের আদেশ পেয়েছি। খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে কাজ বন্ধ রয়েছে। আদালতের নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ব্রাহ্মণ/বার্তা২৫