ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪২ কেজি গাঁজাসহ একটি পুরাতন সিএনজি জব্দ করেছে পুলিশ।
বিজয়নগর থানার ১০নং পাহাড়পুর ইউনিয়নের সহদেবপুর সাকিনস্থ সোহাগ মিয়ার বাড়ীর সামনে আউলিয়া বাজার টু মির্জাপুর গামী পাকা রাস্তার উপর। বৃহস্পতিবার (১৯ জুন) রাত ০৩.৩০ ঘটিকার সময় এসআই(নিরস্ত্র)/মোজাম্মেল হক ও সঙ্গীয় ফোর্সসহ অত্র থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে বিজয়নগর থানাধীন ১০নং পাহাড়পুর ইউনিয়নের সহদেবপুর সাকিনস্থ সোহাগ মিয়ার বাড়ীর সামনে আউলিয়া বাজার টু মির্জাপুর গামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট করাকালীন সময়ে ০১টি সিএনজি চেক পোস্টের কাছাকাছি আসিলে থামার জন্য সংকেত দিলে সংকেত অমান্য করিয়া চলে যাওয়ার সময় সিএনজি কে ধাওয়া করলে সিএনজিতে থাকা পলাতক আসামী-১। কাবিল প্রকাশ ছোট্ট মিয়া (২৮), পিতা-আবুল কালাম প্রকাশ কালাম মিয়া, মাতা-রিনা বেগম, সাং-কামালমুড়া (উত্তর পাড়া), ০৮নং ওয়ার্ড, ইউপি- ১০নং পাহাড়পুর, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ২। মোঃ সাব্বির (২৬), পিতা-এলাহি মিয়া, সাং-কামালমুড়া, ইউপি-১০নং পাহাড়পুর, থানা-বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া’ সহ অজ্ঞাতনামা ০১ জন সিএনজি চালক মাদকদ্রব্য ৪২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি ফেলে রেখে সুকৌশলে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল হইতে উক্ত আলামত জব্দ তালিকা মূলে বিধি মোতাবেক জব্দ করা হয়।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মাদকসহ গাড়ি জব্দ করা হয়েছে। পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”