ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে জুনায়েদ (৩২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।জুনায়েদ জেলার সরাইল উপজেলার পরমানন্দপুর গ্রামের হেকমত আলীর ছেলে।
জেলা কারাগারের জেলার মো. কামরুল ইসলাম জানান, জুনায়েদ মাদকাসক্ত ছিলেন। চলতি মাসের ৪ তারিখে তার পরিবারের অভিযোগের ভিত্তিতে আদালত তাকে কারাগারে পাঠায়। মঙ্গলবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যরা তার মরদেহ গ্রহণ করেছেন।
ব্রাহ্মণ/বার্তা২৫

























