ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানাধীন ২নং চান্দুরা ইউনিয়নের ভাটি কালিসীমা সাকিনে চান্দুরা যমুনা ইট ভাটার সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উপর থেকে
রবিবার (১৫) জুন বিকাল ৫:২০ ঘটিকার সময় এসআই/মশিউর রহমান খান ও সঙ্গীয় ফোর্স সহ বিজয়নগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে চান্দুরা যমুনা ইট ভাটার সামনে থেকে আটক আসামী- জালাল মিয়া (৪০), পিতা-মোঃ ওসমান মিয়া, মাতা-আবু চান, সাং- বড় ধীতপুর (দক্ষিণ পাড়া, ফরহাদ মেম্বার এর বাড়ীর পাশে), ইউপি-শাহবাজপুর, থানা- সরাইল, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, এ/পি সাং- রামপুর (নবী কাজীর বাড়ীর ভাড়াটিয়া). থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া’র দখল ও হেফাজত হইতে মাদক দ্রব্য ১৫৫০ (এক হাজার পাঁচশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
বিজয়নগর থানার ,এফআইআর নং-২৩, তারিখ- ১৬ জুন, ২০২৫; জি আর নং-২২৪, তারিখ- ১৬ জুন, ২০২৫; ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; মামলা দায়ের করা হয় । আসামিকে কোর্ট হাজতে সপোর্দ করা হয় ।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জলাল মিয়াকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ব্রাহ্মণ/বার্তা২৫