গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে গলাচিপায় বিএনপির কর্মী-সমর্থকরা অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা গণ অধিকার পরিষদের নেতাকর্মী ও সমর্থকরা।
শুক্রবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪টায় প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশ আয়োজন করে সংগঠনের নেতৃবৃন্দ। এতে জেলা ও উপজেলা বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের জেলার সভাপতি আশরাফুল হাসান তপু, সাধারন সম্পাদক কাজী রাজিউর রহমান তানভীর, যুগ্ন সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন , জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি শিব্বির আহমেদ, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সোহেল রানা রাফি প্রমুখ।
এর আগে শহরে পৌর মুক্তমঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এছাড়াও ভিপি নূরে প্রতিষ্ঠিত গণঅধিকার পরিষদের পক্ষ থেকে জেলা শহরের টিএ রোড গণসংযোগ করে জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ।
দলীয় সূত্রে জানা গেছে, রাতে বকুলবাড়ীয়া ইউনিয়নের পাতাবুনিয়া এলাকায় আয়োজিত এক স্মরণসভায় অংশ নিয়ে ফেরার পথে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের মনোনয়নপ্রত্যাশী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের অনুসারী নেতা-কর্মীর দ্বারা অবরুদ্ধ হন নুরুল হক। তাদের দুটি মোটরসাইকেল ভাঙচুর করেন। তখনই তিনি জেলা পুলিশ সুপার ও গলাচিপা থানার ওসিকে বিষয়টি অবহিত করার ঘণ্টা তিনেকের মাথায় সেনাবাহিনীর দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।
ব্রাহ্মণ/বার্তা/২৫