সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক শান্তি প্রতিষ্ঠায় ইসলামী শাসনের বিকল্প নেই। আর সেই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুবারক হোসাইন। তিনি আরো বলেন, ইসলামি শাসন প্রতিষ্ঠা হলে সমাজ ও রাষ্ট্রের প্রতিটি সেক্টরে কোন প্রকার চুরি-ডাকাতি, ঘুষ, জুলুম নিপিড়ন থাকবে না।
বুধবার (১১ জুন) বিকাল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে স্থানীয় চকবাজার মাঠে অনুষ্ঠিত সাধারন সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা মোবারক হোসাইন আরো বলন, নতুন করে সরকারে গিয়ে আর ফ্যাসিবাদের উত্থান দেখতে চায় না। ফলে জামায়াতে ইসলামীর প্রতি ভালবাসা ও সমর্থন ঈর্ষণীয়ভাবে বেড়ে চলছে। তাই ইসলামি ও ন্যায় এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় আগামী জাতীয় সংসদসহ উপজেলা ও ইউনিয়ন পরিষদের সকল নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে জনমত গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
সরাইল উপজেলা শাহজাদাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর গিয়াস উদ্দিন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দপ্তর সম্পাদক ও জেলা কর্ম পরিষদের সদস্য এড. মনিরুজ্জামান মনির, সরাইল উপজেলা আমির এনাম খান,উপজেলা সেক্রেটারি নুরুজ্জামান জাবেদ প্রমুখ।
শাহজাদাপুর ইউনিয়ন শাখার জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাহাবুবুর রহমান সুমন এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি তারিকুল ইসলাম তারেক। স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন শাহাব উদ্দিন সরকার তুহিন, মোকলেছুর রহমান, ইব্রাহিম মিয়া, মা: শিহাব উদ্দিন, মোবাইন খান।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা ইসলামী আন্দোলনকে এগিয়ে নিতে ধৈর্য, শৃঙ্খলা ও ত্যাগের গুরুত্ব তুলে ধরেন।
ব্রাহ্মণ/বার্তা/২৫