তথ্য ও সম্প্রশার মন্ত্রণালয় অধীনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট হতে ২০২৪-২৫ অর্থবছরের কল্যাণ ও অসুস্থ সাংবাদিকদের মাঝে আর্থিক সহায়তা চেক বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুন) বিকালে জেলা সার্কিট হাউস মিলনায়তনে সহকারি কমিশনার প্রিন্স সরকার এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন, তথ্য ও সম্প্রশার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ কাউছার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপক পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা।
সাংবাদিক হাবিবুর রহমান পারভেজ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস । বক্তব্য রাখেন, সাংবাদিক মো: আরজু , মোঃ শহিদুল ইসলাম, রাশেদুল ইসলাম প্রমুখ। সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর সহ বিভিন্ন উপজেলার ২১ জন সাংবাদিককে ১০ লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত জীবনে নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে কাজ করতে হয়। সরকার তাদের কল্যাণে এ ধরনের সহায়তা প্রদান করছে, যা একটি ইতিবাচক উদ্যোগ। অনুষ্ঠান শেষে উপকারভোগীরা এই সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ব্রাহ্মণ/বার্তা/২৫